মোংলায় সমাজ থেকে অপরাধ নির্মূল ও জনণনের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিট পুলিশিং এর আওতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ইভটিজিং বাল্য বিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের জনসচেতনতা বাড়াতে এ সভার আয়োজন করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলার মিঠাখালী ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা রামপাল সার্কেল এএসপি মোঃ রেফাতুল ইসলাম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ শাহরিয়ার আলম,উপজেলা আইসিটি কর্মকর্তা জনাব মোঃ দেওয়ান জিয়াউর রহমান,মোংলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুর রহমান শাহীন। পুলিশ পরিদর্শক তদন্ত জনাব মানিক চন্দ্র গাইন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার কোনো বিকল্প নেই। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে সাধারণ মানুষের সচেতন ভূমিকা এবং সময়মতো সঠিক তথ্য প্রদান করলে পুলিশ দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হয়। এ সময় সবাইকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানানো হয়।
আইসিটি অফিসার দেওয়ান জিয়াউর রহমান বলেন, মোবাইল একটি স্ট্রং মিডিয়া, তাই মানুষ থেকে মানুষে মিথ্যা, বানোয়াট তথ্য যেনো না ছড়ায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে । পুরাতন ভিডিও শেয়ার করে যারা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায় তাদের তথ্য চেয়েছেন, নির্বাচন বিষয়ে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে সতর্ক করেছেন। গুজব আগুনের স্ফুলিঙ্গের মতো ছড়ায়। এগুলোতে বিভ্রান্ত না হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সার্কেল এএসপি মোঃ রেফাতুল ইসলাম বলেন,বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। ‘আপনার পুলিশ আপনার পাশে’ এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যেই আমরা জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছি। জনগণের সহযোগিতা পেলে অপরাধ দমনে পুলিশ আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে।
এবং অপরাধের তথ্য গোপনে পুলিশকে জানাতে সবাইকে আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন